| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শনিবার বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

  • আপডেট টাইম: 05-12-2025 ইং
  • 108 বার পঠিত
শনিবার বিকেলে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাস। 

দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স হলেও এর ভাড়া থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাপনা করছে কাতার সরকার। বিমানের অবতরণের জন্য প্রয়োজনীয় সব অনুমতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত দিনে ঢাকায় আসতে পারেনি। নতুন সময় অনুযায়ী এটি শনিবার বিকেলে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেছেন। দেশে পৌঁছেই তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি মেডিকেল বোর্ড অনুমোদন দেয় এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশযাত্রার উপযুক্ত থাকে, তবে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪