| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে চালু হল গুগল পে,যেভাবে ব্যবহার করবেন

  • আপডেট টাইম: 25-06-2025 ইং
  • 26227 বার পঠিত
দেশে চালু হল গুগল পে,যেভাবে ব্যবহার করবেন
ছবির ক্যাপশন: দেশে চালু হল গুগল পে,যেভাবে ব্যবহার করবেন

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশে চালু হলো গুগল পে সেবা। আপাতত সিটি ব্যাংকের কার্ডধারীরা (ভিসা এবং মাস্টার কার্ড) এটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তারাই এখন থেকে গুগল পে-এর মাধ্যমে দেশ-বিদেশে লেনদেন করতে পারবেন।

সিটি ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকরা এখন তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করতে পারবেন। এরপর তারা এনএফসি সুবিধাসম্পন্ন দোকানে ‘ট্যাপ অ্যান্ড পে’ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও অনলাইন শপিং, সাবস্ক্রিপশন পেমেন্ট ও অ্যাপে ইন-অ্যাপ পারচেজেও ব্যবহার করা যাবে এ সেবা।

সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য এই সুবিধা সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ব্যবহারকারীরা তাদের ব্যাংক কার্ড গুগল পে অ্যাপে সংযুক্ত করে স্মার্টফোনের মাধ্যমে এনএফসি প্রযুক্তি ব্যবহার করে সহজেই পেমেন্ট করতে পারেন। এটি পেমেন্টের সময় কার্ডের মূল তথ্য ব্যবহার না করে ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে।

বাংলাদেশ থেকে গুগল পে ব্যবহার করা যাবে যেভাবে:

• অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে।

• অ্যাপ খুলে ‘Add a Card’ অপশনে গিয়ে সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করুন।

• ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ফোন পেমেন্টের জন্য প্রস্তুত।

উল্লেখ্য, গুগল পে ব্যবহারের জন্য প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন এবং এনএফসি ফিচারযুক্ত ডিভাইস। বাংলাদেশে এখনও অনেক দোকান বা প্রতিষ্ঠান এনএফসিভিত্তিক পেমেন্ট গ্রহণে প্রস্তুত নয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪