কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার ( ৩০ নভেম্বর ) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলতাফ (৫০), এরশাদ (৩৫) ও কুলসুম বেগম (৫০)। আহতদেরকে কুড়িগ্রামের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নুর মোহাম্মদ ও আলতাফ হোসেনের মধ্যে ১৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আলতাফ, এরশাদ ও কুলসুম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে অবস্থান করছে।